Boeing AH-64 Apache হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার। এটিকে তৈরি করে মার্কিন বিখ্যাত কোম্পানি বোয়িং। এটিতে ব্যবহৃত হয়েছে ২টি General Electric T700-GE-701D টার্বোশ্যাফটস ইঞ্জিন। এটিকে পরিচালনার জন্য দুইজন ক্রু'র প্রয়োজন এবং এদের উভয়ের Integrated Helmet and Display Sighting System (IHADSS) টার্গেটকে শনাক্তকরণের জন্য হেলিকপ্টারটির সামনে রয়েছে মাউন্টেড সেন্সর। এই সেন্সরটি যেকোনো আবহাওয়াতে, দিনে কিংবা রাতে টার্গেটকে শনাক্ত করতে সক্ষম। এটিতে tailwheel-type ল্যান্ডিং গিয়ারসহ অত্যাধুনিক tandem ককপিট রয়েছে।
![]() |
ছবি : Apache Helicopter (Source : Pixabay) |
এখন পর্যন্ত এটির প্রায় ২০০০+ পিস তৈরি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, ইজরায়েল, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, জাপান, দক্ষিন কোরিয়া, নেদারল্যান্ডস, গ্রিস, মরক্কো, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ভারত প্রভৃতি এটিকে অপারেট করে। অনেক দেশ ভবিষ্যতে এটিকে তাদের বহরে যুক্ত করার পরিকল্পনা করছে।
অ্যাপাচি হেলিকপ্টারের বিভিন্ন প্রকারের ভার্শন রয়েছে। যেমন : AH-64A, AH-64B, AH-64C, AH-64D, AH-64E, AH-64F প্রভৃতি।
এ্যাপাচি হেলিকপ্টারের প্রতি ইউনিটের দাম ভার্শনভেদে ভিন্ন হয়। যেমন : AH-64A (20 মিলিয়ন মার্কিন ডলার), AH-64D (33 মিলিয়ন মার্কিন ডলার), AH-64E (35.5 মিলিয়ন মার্কিন ডলার)।
সাধারণ কিছু বৈশিষ্ট্য -
ক্রু : ২জন (একজন পাইলট, অন্যজন গানার)
দৈর্ঘ্য : ১৫.০৬ মিটার
উচ্চতা : ৩.৮৭ মিটার
খালি অবস্থায় ভর : ৫১৬৫ কেজি
সর্বোচ্চ উড্ডয়ন ভর : ১০৪৩৩ কেজি
শক্তির উৎস : ২টি General Electric T700-GE-701 টার্বোশ্যাফট ইঞ্জিন
সর্বোচ্চ গতি : ২৯৩ কিলোমিটার /ঘন্টা
রেঞ্জ : ৪৭৬ কিলোমিটার
কম্বেট রেঞ্জ : ৪৮০ কিলোমিটার
ফেরি রেঞ্জ : ১৮৯৬ কিলোমিটার
![]() |
ছবি : এ্যাপাচি হেলিকপ্টার (Source : Pixabay) |
অস্রসজ্জা -
AH-64 Apache হেলিকপ্টারের প্রধান অস্ত্র হচ্ছে মেইন ল্যান্ডিং গিয়ারের মাঝখানে অবস্থিত ৩০মি.মি. এর M230 single-barrel chaindriven অটোক্যানন
রকেট
৭০টি ৭০মি.মি. এর হাইড্রা রকেট, ৭০মি.মি. এর CRV7 এবং ৭০মি.মি. এর APKWS রকেট, যেগুলো আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট।
মিসাইল
১৬টি AGM-114 Hellfire এয়ার টু সার্ফেস মিসাইল , ৪টি AIM-92 এয়ার-টু-এয়ার Stinger (ATAS), AGM-65 Maverick এবং Spike মিসাইল ইত্যাদি।
মার্কিন এ্যাপাচি AH-64 এর M230 30m.m অটোমেটিক ক্যাননের চেয়ে হেভি পাওয়ারফুল ক্যানন পৃথিবীর আর কোনো এ্যাটাক হেলিকপ্টারে ব্যাবহার করা হয় না। এটির একেকটি শেলের ধ্বংসাত্মক ক্ষমতা একেকটি গ্রেনেডের সমান।
এটি একটি ৩০ এমএম সিঙ্গেল ব্যারেল অটোমেটিক ক্যানন যা Hughes ডেভেলপ করেছে। বর্তমানে এটি উৎপাদন করে Orbital ATK। গানটির ওজন ৫৫.৯ কেজি। মেশিনগান টির মাজল দ্রুতি প্রতি সেকেন্ডে ৮০৫ মিটার। এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ হয়েছে ১৫০০ মিটার। এ্যাপাচি হেলিকপ্টার ১২০০ রাউন্ড গুলিসহ একটি মেশিনগান বহন করে থাকে।


0 Comments