Lockheed Martin F-35 Lighting।। হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরী সিঙ্গেল ইঞ্জিনবিশিষ্ট পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টিলথ মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটি একইসাথে এয়ার সুপেরিয়রিটি, স্ট্রাইক মিশন, ইলেকট্রনিক ওয়্যেরফেয়্যার, ইনটেলিজেন্স, সার্ভেইল্যান্স, রেকোনাইজেন্স ইত্যাদিতে ব্যবহৃত হতে পারে (এ তো আশ্চর্যজনক বিষয়!)।
এফ-৩৫ যুদ্ধবিমানকে তৈরি করে বিখ্যাত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। এটির কয়েকটি ভার্শন আছে, যথা : F-35A, F-35B, F-35C (নেভাল ভার্শন), F-35 " Adir " (ইসরায়েলের জন্য মডিফাইড করা) এবং ভবিষ্যতে আরো কয়েকটি ভার্শনের পরিকল্পনা আমেরিকা করছে।
এফ-৩৫ যুদ্ধবিমান একটি অত্যাধুনিক সুপারসনিক মাল্টিরোল ফাইটার। এটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এভয়নিক্স, সেন্সর, রাডার, কমিউনিকেশন যন্ত্রপাতি ইত্যাদি।
![]() |
ছবি : F-35 Fighter (Source: Pixabay) |
এটিতে ব্যবহৃত হয়েছে AN/APG-81 Active Electronically Scanned Array (AESA) রাডার, AN/ASQ-239 Barracuda ইলেকট্রনিক ওয়্যারফেয়্যার সিস্টেম, Raytheon এর AN/AAQ-37 ইলেকট্রো-অপটিক্যাল Distributed Aperture System (DAS), AN/AAQ-40 ইলেকট্রো-অপটিক্যাল টার্গেটিং সিস্টেম (EOTS), AN/ASQ-242 কমিউনিকেশন, নেভিগেশন এবং আইডেন্টিফিকেশন (CNI) স্যুট ইত্যাদি।
এফ-৩৫ যুদ্ধবিমানের Radar Cross Section (RCS) কমানোর জন্য এটির এয়ারফ্রেমে ব্যবহার করা হয়েছে Radar-absorbent Materials (RAM)। এসব কিছু মিলিয়ে পৃথিবীর সবচেয়ে আধুনিক ফাইটার হচ্ছে এফ-৩৫।
অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইসরায়েল, ইতালি, জাপান, দক্ষিন কোরিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, থাইল্যান্ড প্রভৃতি দেশ এটির অপারেটর / অর্ডার কনফার্ম করেছে/ ভবিষ্যতে যুক্ত করবে।
এইসব দেশ ছাড়াও পৃথিবীর বহুদেশ এটিকে তাদের বহরে যুক্ত করার পরিকল্পনা করছে।
![]() |
ছবি : এফ-৩৫ যুদ্ধবিমান (Source : Pixabay) |
সাধারণ কিছু বৈশিষ্ট্য -
ক্রু : ১ জন
দৈর্ঘ্য : ১৫.৭ মিটার
উইংস্প্যান দৈর্ঘ্য : ১১ মিটার
উচ্চতা : ৪.৪ মিটার
খালি অবস্থায় ভর : ১৩২৯০ কেজি
সর্বোচ্চ উড্ডয়ন ভর : ২৯৯০০ কেজি
ফুয়েল ধারণক্ষমতা : ৮২৭৮ কেজি
শক্তির উৎস : ১টি Pratt & Whitney F135-Pw-100 আফটারবার্ণিং টার্বোফ্যান
সর্বোচ্চ গতি : ১.৬ ম্যাক
কম্বেট রেঞ্জ : ১২৩৯ কিলোমিটার
রেঞ্জ : ২৮০০ কিলোমিটার
অস্রসজ্জা -
- ১টি ২৫ মি.মি. এর GAU-22/A 4-barrel রোটারি ক্যানন
মিসাইল
আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র
- AIM-9X Sidewinder
- AIM-120 AMRAAM
- AIM-132 ASRAAM
- AIM-260 JATM
- MBDA Meteor (ভবিষ্যতে যুক্ত হবে)
আকাশ থেকে সার্ফেসে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র
- AGM-88G AARGM-ER (ব্লক ৪)
- AGM-158 JASSM
- AGM-179 JAGM
- SPEAR 3 (ব্লক ৪)
জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
- AGM-158C LRASM
- Joint Strike Missile
বোমা
- Joint Direct Attack MunitionPaveway
প্রিও গাইডেড বোমা
- AGM-154 JSOW
- GBU-39 Small Diameter Bomb
- GBU-53/ B StormBreaker
- B61 mod 12 নিউক্লিয়ার বোমা


0 Comments