Advertisement

জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান (JF-17 Thunder)

PAC / CAC Joint Fighter-17 বা JF-17 Thunder হলো চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরী একটি হালকা ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার। এটির যন্ত্রপাতির ৭৬ ভাগই তারা তৈরী করে থাকে এবং বাকিগুলো আমদানি করে। এটিকে রাশিয়ান মিগ-৩৩ কে কপি করে তৈরি করা হয়। চীন এবং পাকিস্তান মিলে এটিকে আপগ্রেডের মাধ্যমে আরো ভয়ংকর করে তুলছে। এটির চাইনিজ নাম FC-1 Xiaolong.

সাধারণ কিছু বৈশিষ্ট্য -

ক্রুঃ ১জন

দৈর্ঘ্যঃ ১৪.৯৩মিটার

উচ্চতাঃ ৪.৭২ মিটার

উইংস্প্যান দৈর্ঘ্যঃ ৯.৪৫ মিটার

খালি অবস্থায় ওজনঃ ৬৫৮৫ কেজি

লোড অবস্থায় ওজনঃ ১২৫০০ কেজি

ফুয়েল ক্যাপাসিটিঃ ২৩৫০কেজি

গতিঃ ২০২৫ কি.মি/ঘন্টা 

কমব্যাট রেডিয়াসঃ ১৩৫২ কিলোমিটার

দামঃ ২৫ মিলিয়ন



ছবি : JF-17 Thunder (Collected from Wikipedia

এতে রাডার হিসেবে ব্যাবহার করা হয়েছে চীনের তৈরী KLJ-7 যার রেঞ্জ ১৩০ কিলোমিটার এবং এটি একসাথে ১০টি টার্গেটকে ডিটেক্ট করতে পারে।

এর ৭টি হার্ড পয়েন্ট রয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের বোমা ও মিসাইল বহন করতে পারে।

Beyond Visual Range Air-to-Air Missile (BVRAAM) হিসেবে এতে রয়েছে চীনের তৈরী PL-12 যার রেঞ্জ ৭০-১১০ কিলোমিটার। 

Air-to-Surface Missile (ASuM) হিসেবে এটি ব্রাজিলের তৈরী MAR-1 এবং নিজেদের তৈরী রা'দ ক্রুজ মিসাইল ব্যাবহার করে যেগুলোর রেঞ্জ যথাক্রমে ৬০-১১০ এবং ৩৫০ কিলোমিটার। 

এন্টি -শিপ মিসাইল হিসেবে এটিতে রয়েছে চীনের তৈরী পৃথিবীর অন্যতম জনপ্রিয় মিসাইল C-802 যার রেঞ্জ ১৮০ কিলোমিটার এবং ইয়াইজে-১২ যেটির রেঞ্জ ২৫০-৪০০ কিলোমিটার। 

এটিতে ব্রিটেনের বিখ্যাত মার্টিন বেকার কোম্পানির Mk-16LE সিট ব্যাবহার করা হয়েছে যেটি পাইলটের নিরাপত্তা অনেকগুন বৃদ্ধি করেছে।

এটির দাম কম এবং আধুনিক যুগোপযোগী হওয়ায় চীন, পাকিস্তান, মায়ানমার, আজারবাইজান, নাইজেরিয়াসহ আরো অনেক দেশ ব্যাবহার করে থাকে এবং অনেক দেশ কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

এখন পর্যন্ত এটি কোনো অপারেশন পরিচালনা করেনি তবে ২০১৮ সালের ভারত- পাকিস্তান যুদ্ধে ভারতের সু-৩০ কে এটি দিয়ে ভূপাতিত করা হয় বলে পাকিস্তান দাবী করে থাকে।

Source : Factsheet JF-17 on Pakistan Aeronautical Complex (PAC) 

Post a Comment

0 Comments