সুখোই -৩৫ হলো রাশিয়ার তৈরী ৪+++ জেনারেশনের দুই ইঞ্জিন বিশিষ্ট হেভি ম্যানুবারিটি ফাইটার। এটিতে ব্যাবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যা তাকে পঞ্চম প্রজন্মের ফাইটারগুলোর সাথে পাল্লা দেবার মতো করে তুলেছে। এটির ন্যাটো রিপোর্টিং নাম : Flanker-E.
এটিতে ব্যাবহার করা হয়েছে ২টি হেভি Saturn 117S (AL-41F1S) Afterburning Turbofan Engine যা 3D Trust Vectoring Nozzle প্রযুক্তি সম্পন্ন এবং এই ইঞ্জিন একে প্রায় ২.২ ম্যাক গতিতে চালাতে সক্ষম।
![]() |
ছবি : Su-35 Fighter (Adapted from Wikipedia) |
এটিতে ব্যাবহার করা হয়েছে Irbis-E PESA এক্স ব্রান্ড রাডার যার রেঞ্জ ৪০০ কিলোমিটার এবং ১০টা টার্গেট একসাথে ডিটেক্ট করতে পারে ও ৩টি টার্গেট একসাথে ধ্বংস করতে পারে।
এটিতে আরো একটি Active Inferred Radar রয়েছে যার রেঞ্জ ১২০ কিলোমিটার।
এটির ১২ টি হার্ড পয়েন্ট রয়েছে এবং তাতে প্রায় ৮.৫টন মিসাইল বহন করতে পারে। এটির Radar Cross Section (RCS) ১-৩ স্কয়ার মিটার।
এটির উল্লেখযোগ্য আরো একটি বৈশিষ্ট্য হলো এটিতে রয়েছে শক্তিশালী OLS-35 IRST সেন্সর যার মাধ্যমে ৯০ কিলোমিটারের ভিতরে যেকোনো স্টিলথ ফাইটার এমনকি Fa-22 Raptor কে ট্রেক এন্ড লক করতে পারে।
Su-35 প্রতিবারে ২টি KS-172S-1 এক্সটা Long Range Air - to - Air Missile বহন করতে পারে যেগুলোর রেঞ্জ ৪০০ কিলোমিটার। এটি ৬৩০০০ ফুট উপর দিয়েও উড়তে সক্ষম।
অস্রসজ্জা -
১টি Gryazev Shipunov 30 mm ক্যানন
এয়ার-টু-এয়ার মিসাইল হিসেবে রয়েছে : R-27, R-77, R-73E (স্বপ্ল পাল্লার ইনফ্রারেড গাইডেড মিসাইল)
এয়ার-টু-সার্ফেস মিসাইল হিসেবে রয়েছে : Kh-29 (ট্যাকটিক্যাল মিসাইল), Kh-31P (এন্টি-রেডিয়েশন মিসাইল), Kh-58UShE (এন্টি-রেডিয়েশন মিসাইল)
এন্টি-শিপ মিসাইল হিসেবে এতে রয়েছে : kh-31A Missile, Kh-59MK Missile
গাইডেড বোমা হিসেবে রয়েছে : KAB-500Kr, KAB-500S-E (স্যাটেলাইট গাইডেড বোমা), LGB-250 (লেজার গাইডেড বোমা), KAB-1500LG (লেজার গাইডেড বোমা)
এছাড়াও এটি 80mm, 122mm, 266mm, 420mm রকেট বহন করতে পারে।

0 Comments