ভারত মিসাইল পাওয়ারে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতার দেশটির মিসাইলের তালিকা নিচে উপস্থাপন করা হলো -
অগ্নি -১ (Aghni-।) : অগ্নি-১ হলো ভারতের তৈরী একটি শর্ট রেঞ্জ ব্যালেষ্টিক মিসাইল। এটি ১৯৮৯ সালে প্রথম টেস্ট করা হয়। এটি সিঙ্গেল স্টেজ সলিড ফুয়েল দ্বারা চালিত হয়। এটি ১০০০ কেজি ওয়ারহেড নিয়ে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুুকে আঘাত হানতে সক্ষম।
অগ্নি -২ (Aghni-।।) : এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালেষ্টিক মিসাইল। এটি ২ স্টেজ সলিড ফুয়েল দ্বারা চালিত হয় এবং ১০০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে।এটির রেঞ্জ ২০০০ কিলোমিটার। ২০০২ সালে এটির সফল পরিক্ষা চালানো হয়।
অগ্নি -৩ (Aghni -।।।) : এটি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেষ্টিক মিসাইল। এটি ২ স্টেজ সলিড ফুয়েল দ্বারা চালিত হয়। এটি ২০০০ কেজি ওয়ারহেড নিয়ে ৩৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে সক্ষম। ২০০৬ সালে এটির সফল পরিক্ষা চালায় ভারত।
অগ্নি -৪ (Aghni -।v) : এটি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেষ্টিক মিসাইল। এটি ২ স্টেজ সলিড ফুয়েল ইঞ্জিন দ্বারা চালিত হয়। এটির ওয়ারহেড বহন করার ক্ষমতা ১০০০ কেজি এবং রেঞ্জ ৪০০০ কিলোমিটার। ২০১১ সালে এর পরিক্ষা চালানো হয়।
অগ্নি -৫ (Aghni -v) : এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালেষ্টিক মিসাইল। এটি ৩ স্টেজ সলিড ফুয়েল দ্বারা চালিত হয়। এটি ১৫০০ কেজি ওয়ারহেড নিয়ে ৫০০০+ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুুকে ধ্বংস করে দিতে পারে। ২০১২ সালে এটির সফল পরিক্ষা চালায় ভারত।
![]() |
ছবি : Prithvi Missile of India (Collected from Wikipedia) |
ক্রুজ মিসাইল
ব্রম্মাস (Brahmmas) : এটি ভারত এবং রাশিয়ার যৌথভাবে তৈরী একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি ২ স্টেজ সলিড অথবা লিকুইড ফুয়েল দ্বারা চালিত হয়। এটির গতি ৩৭০০ কিলো / ঘন্টা। এটি ৪৫০ কেজি ওয়ারহেড নিয়ে ২৯০ কিলোমিটারের ভিতরে যেকোনো টার্গেটকে ধ্বংস করতে পারে। ২০০১ সালে এটির পরিক্ষা চালানো হয়।
নির্ভয় (Nirbhoi) : এটি ভারতের তৈরী একটি সাবসনিক ক্রুজ মিসাইল। এটির রেঞ্জ ১০০০ কিলোমিটার এবং এর আওতায় রয়েছে পুরো পাকিস্তান। এটির ওয়াডহেড বহন করার ক্ষমতা ৪৫০ কেজি। ২০১৩ সালে এটির সফল পরিক্ষা চালায় ভারত।
বর্তমানে ভারত আরো কয়েকটি মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে এবং ভবিষ্যৎ আরো আধুনিক মিসাইল তৈরীর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
.jpg)
0 Comments