পাকিস্তান হলো মুসলিম বিশ্বের একমাত্র রাষ্ট্র যাদের কাছে পরমাণু বোমা রয়েছে এবং মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর অধিকারী একমাত্র পাকিস্তানই।
পাকিস্তান সামরিক তথ্যের ব্যাপারে সবসময় গোপনীয়তা অবলম্বন করে, তাই তাদের সব মিসাইল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া খুবই দুরূহ। যাইহোক অনেক ঘাটাঘাটি করার পর এইগুলোর তথ্য সংগ্রহ করলাম।
শাহিন-১ (Shaheen-।) : এটি একটি স্বাল্প পাল্লার ব্যালেষ্টিক মিসাইল। এটি সিঙ্গেল স্টেজ সলিড ফুয়েল দ্বারা চালিত হয় এবং ১০০০ কেজি ওয়ারহেড নিয়ে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে আঘাত হানতে পারে। এটি ২০১২ সালে টেস্ট করা হয়।
শাহিন- ২ (Shaheen-।।) : এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালেষ্টিক মিসাইল। এটির ওজন ২৫০০০ কেজি এবং ২ স্টেজ ইঞ্জিন দ্বারা চালিত হয়। এটির রেঞ্জ ২০০০ কিলোমিটার এবং প্রথম টেস্ট করা হয় ২০০৪ সালে।
শাহিন-৩ (Shaheen-।।।) : এটি একটি মাল্টি ষ্টেজ ব্যালেষ্টিক মিসাইল। এর আওতায় রয়েছে পুরো ভারত এবং এটি মাল্টি ষ্টেজ সলিড ফুয়েল দ্বারা চালিত হয়। এটির রেঞ্জ ২৭৫০ কিলোমিটার এবং ৯ মার্চ ২০১৫সালে এটির সফল পরিক্ষা চালানো হয়।
![]() |
ছবি : Shaheen-।।। Missile of Pakistan (Collected from Wikipedia) |
গুরি-১ (Gauri-।) : এটি একটি মাঝারি পাল্লার ব্যালেষ্টিক মিসাইল। এটির ওজন ১৫৮৫০ কেজি এবং রেঞ্জ ১৫০০ কিলোমিটার।
গুরি-২ (Gauri-।।) : এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালেষ্টিক মিসাইল। এটি সর্বোচ্চ ১২০০ কেজি ওয়ারহেড নিয়ে ১৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এটি সিঙ্গেল স্টেজ লিকুইড ফুয়েল দ্বারা চলে। এটি ১৯৯৯ সালে পরিক্ষা করা হয়।
আবাবিল (Ababil) : এটি একটি মিডিয়াম রেঞ্জ ব্যালেষ্টিক মিসাইল। এটিই পাকিস্তানের সর্বপ্রথম Multiple Independently Targetable Reentry Vehicles (MITRV) মিসাইল অর্থাৎ এটি একসাথে একাধিক টার্গেটে হামলা করতে পারে। এটি তৈরী করতে পাকিস্তান চীনের সহায়তা নিয়েছে। এটির রেঞ্জ ২২০০ কিলোমিটার যার আওতায় রয়েছে ভারতের প্রায় ৯০% এলাকা।এটি ২৪ জানুয়ারি ১০১৭ সালে প্রথম টেস্ট করা হয়।
নসর (Nasr) : এটির রেঞ্জ ৮০ কিলোমিটার এবং ওজন ১২০০ কেজি।
আবদালি (Abdali) : এটির রেঞ্জ ২০০ কিলোমিটার এবং সর্বোচ্চ ওজন ১৭৬০ কেজি।
গজনভী (Ghaznabi) : এটি একটি Short range Ballistic missile এটির রেঞ্জ ৩০০ কিলোমিটার এবং ওজন ৫৩৫৬ কেজি।
বাবর-২ (Babor-।।) : এটি একটি মিডিয়াম রেঞ্জ সাবসনিক ক্রুজ মিসাইল। এটির রেঞ্জ ৭৫০ কিলোমিটার এবং গতি ৮৮০ কিলো/ ঘন্টা। এটি ২০১৬ সালে পরিক্ষা চালানো হয়।
বাবর-৩ (Babor-।।।) :এটিও মিডিয়াম রেঞ্জ সাবসনিক ক্রুজ মিসাইল তবে এটি বাবর-২ এর সাবমেরিন বেইস ভার্সন। এটির গতি ৮৮০ কিলো/ ঘন্টা এবং রেঞ্জ ৪৫০ কিলোমিটার। এটি ২০১৭ সালে পরিক্ষা চালানো হয়।
পাকিস্তানের ক্রুজ মিসাইলের আওতায় ভারতের প্রায় ৫০% এলাকা রয়েছে এবং পাকিস্তান তাদের মিসাইল ভান্ডারকে আরো সমৃদ্ধশালী করার পরিকল্পনা করছে।

0 Comments