ভিয়েতনাম যুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি এয়ারসুপেরিয়রিটি ফাইটারের প্রয়োজনবোধ করে। যার থেকে অনেক ইতিহাসের পর তারা এফ-১৬ নামক একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক মাল্টিরোল কম্বেট এয়ারক্রাফট তৈরী করতে সক্ষম হয়। এটি তৈরী করে মার্কিন কোম্পানি General Dynamic এবং পরবর্তীতে তারা এটিকে আরেক মার্কিন কোম্পানি Lockheed Martin এর কাছে বিক্রি করে দেয়। এটি সর্বপ্রথম উড্ডয়ন করে ২ ফেব্রুয়ারী ১৯৭৪ সালে।
General Dynamic F-16 Fighting Falcon যুদ্ধ বিমান পৃথিবীর বুকে একটি ইতিহাস রচনাকারী ফাইটার। এটি সব আবহাওয়াতে কাজ করতে পারদর্শী। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমানের সাহায্য বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধ ও অপারেশনে দাপট দেখিয়েছে (অপারেশন ডেসার্ট স্ট্রোম, আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ, লিবিয়ার গৃহযুদ্ধ ইত্যাদি)।
![]() |
ছবি : F-16 Aircraft ( Source : Pixabay) |
বর্তমানে ইসরায়েল, পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, বেলজিয়াম, চিলি, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়াসহ প্রায় ২৫ টি দেশ এটির অপারেটর। শুরু থেকে এখন পর্যন্ত এটির প্রায় ৪৬০০+ পিস তৈরি করা হয়েছে।
সাধারণ কিছু বৈশিষ্ট্য -
ক্রু : ১ জন
দৈর্ঘ্য : প্রায় 15 মিটার
উইংস্প্যান দৈর্ঘ্য : 9.96 মিটার
উচ্চতা : 16 ফুট
খালি অবস্থায় ভর : 8,573 কেজি
উড্ডয়ন অবস্থায় সর্বোচ্চ ভর : 19,187 কেজি
ফুয়েল ধারণক্ষমতা : 3,200 কেজি
শক্তির উৎস : ১টি General Electric F110-GE-129 (ব্লক ৫০ ভার্শন), ১টি Pratt & Whitney F100-PW-229 ( ব্লক ৫২ ভার্শন)
ফাইটার-১৬ এর হরেকরকমের ভার্শন রয়েছে, দিনকে দিন এটাকে আপগ্রেডেশনের মাধ্যমে আগের থেকে অনেকগুন বেশি শক্তিশালী করা হয়েছে। যেমন বিভিন্ন ব্লকের F-16A/B, F-16C/D, F-16E/F, F-16V, F-16AM/BM, F-16CJ/DJ ইত্যাদি।
অস্রসজ্জা -
F-16 এর অস্রসজ্জা খুবই বৈচিত্র্যময়। এর বহু ভার্শনে হরেকরকমের মিসাইল, বোমা, রকেট প্রভৃতি ব্যবহৃত হয়। নিচে স্বপ্ল পরিসরে একটি তালিকা দেয়া হলো -
- একটি 20 মি.মি. এর M61A1 Vulcan 6-barrel রোটারি ক্যানন
- ৪টি LAU-61/LAU-68 রকেট পড যেগুলো ৭০মি.মি. এর হাইড্রা রকেট বহন করে
- ৪টি LAU-5003 রকেট পড (যেগুলো ১৯টি CRV7 ৭০মি.মি. রকেট বহন করে)
- ৪টি LAU-10 রকেট পড (যেগুলো ৪টি Zuni ১২৭মি.মি. রকেট বহন করে)
মিসাইল
আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র
- ৬টি AIM-9 Sidewinder
- ৬টি AIM-120 AMRAAM
- ৬টি IRIS-T
- ৬টি Python-4
- ৬টি Python-5
আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র
- ৬টি AGM-65 Maverick
- ২টি AGM-88 HARM
- AGM-158 JASSM (JASSM)
- ৪টি AGM-154 Joint Standoff Weapon (JSOW)
জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
- ২টি AGM-84 Harpoon
- ৪টি AGM-119 Penguin
বোমা
- ৮টি CBU-87 Combined Effects Munition
- ৮টি CBU-89 Gator mine
- ৮টি CBU-97 Sensor Fuzed Weapon
- ৮টি GBU-39 Small Diameter Bomb (SDB)
- ৪টি GBU-10 Paveway II
- ৬টি GBU-12 Paveway II
- ৪টি GBU-24 Paveway III
- ৪টি GBU-27 Paveway III
- ৪টি Mark 84 general-purpose bombs
- ৮টি Mark 83 GP bombs
- ১২টি Mark 82 GP bombs
এছাড়াও এগুলো B61, B83 নামক পরমাণু বোমা বহন করে।
উপরিউক্ত তালিকা ছাড়াও এফ-১৬ আরো অনেক প্রকারের ওয়েপন বহন করে থাকে।

0 Comments