Advertisement

ডেসাল্ট রাফাল যুদ্ধবিমান (Dassault Rafale)

 ফ্রান্সের ব্যকবোন ফাইটার হিসেবে খ্যাত " Dassault Rafale " যুদ্ধ বিমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ফাইটারগুলোর মধ্যে একটি। ফ্রান্সের বিখ্যাত Dassault Aviation এই বিমানটিকে তৈরি করে। " রাফাল " শব্দটি সামরিক অর্থে " আগুনের বিস্ফোরণ " বুঝায়।

ইউরোপের জন্য একটি আধুনিক এবং পরবর্তী প্রজন্মের একটি ফাইটার তৈরির লক্ষ্যে (Future European Fighter Aircraft) যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং স্পেন একটি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু অভ্যন্তরীণ মতবিরোধের ফলে ফ্রান্স এই চুক্তি থেকে বেরিয়ে আসে এবং নিজে একাই এই বিশ্ব বিখ্যাত রাফাল যুদ্ধ বিমান তৈরী করে (এখানে উল্লেখ্য যে বাকি দেশগুলো মিলেও বিশ্বসেরা ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তৈরী করেছে)। 



ছবি : Dassault Rafale Fighter (Source : Pixabay) 


রাফাল যুদ্ধ বিমান একটি ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্বেট এয়ারক্রাফট। এটি একইসাথে বহুরূপী মিশনে পারদর্শী। এটিতে ব্যবহৃত হয়েছে Thales Airborne Recce Observation System (AROS), থ্যালাস SPECTRA ইলেকট্রনিক ওয়্যেরফেয়ার সিস্টেম, RBE2 AA Active Electronically Scanned Array (AESA) রাডার, Optronique Secteur Frontal ইনফ্রারেড সার্চ এন্ড ট্র্যাক (IRST) সেন্সর ইত্যাদি প্রযুক্তি। 

ডেসাল্ট রাফাল যুদ্ধবিমানের তিনটি প্রকরণ আছে। Rafal C (এটি সিঙ্গেল সিটের এবং ভূমি বেসড), Rafale B (এটি ডাবল সিটের এবং ভূমি বেসড) এবং Rafale M (একি সিঙ্গেল সিটের এবং বিমানবাহী রণতরী বেসড)। এর বিভিন্ন প্রকারের ভার্শন আছে, যেমন : Rafale DQ, Rafale EQ, Rafale EH, Rafale DH, Rafale EM, Rafale DM, Rafale A,B,C,D,M,N ইত্যাদি। 

২০০১ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৩৯ টি রাফাল যুদ্ধ বিমান তৈরী করা হয়েছে। এটিকে দিয়ে ফরাসী বিমানবাহী এবং নৌবাহিনী অনেক গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করেছে। ফ্রান্স, মিশর, গ্রিস, কাতার, ভারত প্রভৃতি দেশ এটির ব্যবহারকারী। ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ক্রোয়েশিয়াসহ আরো অনেক দেশ ইতোমধ্যে অর্ডার করেছে এবং অনেক দেশ ভবিষ্যতে যুক্ত করার পরিকল্পনা করছে।


সাধারণ কিছু বৈশিষ্ট্য - 

ক্রু : ১ জন ( B ভার্শনের একটিতে ২ জন)

দৈর্ঘ্য : প্রায় 15 মিটার

উইংস্প্যান দৈর্ঘ্য : 10.90 মিটার

উচ্চতা : 5.34 মিটার

খালি অবস্থায় ভর : 10,300 কেজি

সর্বোচ্চ উড্ডয়ন ভর : 24,500 কেজি

ফুয়েল ধারণক্ষমতা : 4,700 কেজি (প্রায়) 

ইঞ্জিন : ২টি Snecma M88-4e টার্বোফ্যান

সর্বোচ্চ গতি : 1912 কিলো/ঘন্টা ( 1.8 ম্যাক) 

কম্বেট রেঞ্জ : 1,850 কিলোমিটার 

ফেরি রেঞ্জ : 3,700 কিলোমিটার 

সার্ভিস সিলিং : 15,835 মিটার


অস্রসজ্জা

  • ১টি ৩০মি.মি. GIAT 30/M791 অটোক্যানন

মিসাইল 

আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র 

  • MBDA MICA EM এবং MICA IR (মধ্যম পাল্লার বিভিআর মিসাইল)
  • MBDA Meteor
  • Magic II

আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও বোমা

  • MBDA Apache
  • MBDA Storm Shadow/SCALP-EG
  • AASM-Hammer (SBU-38/54/64)
  • GBU-12 Paveway II
  • GBU-16 Paveway II
  •  GBU-22 Paveway III
  •  GBU-24 Paveway III
  • GBU-49 Enhanced Paveway II
  • AS-30L
  • Mark 82
  • MBDA AM 39-Exocet এন্টি-শিপ মিসাইল

পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র 

  • ASMP-A নিউক্লিয়ার মিসাইল

Post a Comment

0 Comments