Advertisement

বোয়িং এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান (Boeing F-15E Strike Eagle Fighter)

 McDonnell Douglas F-15E Strike Eagle 

McDonnell Douglas F-15 যুদ্ধ বিমান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরী একটি ইতিহাস কাপানো, ডেডিকেটেড এয়ার সুপেরিয়রিটি ফাইটার। এটি ডাবল ইঞ্জিন বিশিষ্ট ট্যাকটিক্যাল ফাইটার এয়ারক্রাফট (TFA). এটিকে ১৯৬৯ সালে প্রথম উড্ডয়ন করানো হয় এবং ১৯৭২ সালে এটি সার্ভিসে আসে। এটিকে তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের McDonnell Douglas কোম্পানি (বর্তমানে এটি বোয়িং)। এফ-১৫ যুদ্ধবিমানকে The Mother of All Fighter বললেও ভূল হবেনা। কারণ এটির এতোবেশি যুদ্ধে অংশগ্রহণ করার রেকর্ড আছে যা সাধারণত অন্য কোনো ফাইটারের বেলায় হয়নি এবং এটি সকল যুদ্ধতে দাপটের সাথে তার পারফর্মেন্স দেখিয়েছে। ১৯৮১ সালে ইসরায়েল কর্তৃক পরিচালিত " অপারেশন অপেরা " (যা দ্বারা তারা ইরাকের পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করেছিলো), লেবানন যুদ্ধ, গার্লফ যুদ্ধ, ইয়েমেন যুদ্ধ প্রভৃতি অসংখ্য যুদ্ধে এটি শত্রুপক্ষকে গায়েল করেছে।



ছবি : F-15 Fighter (Source : Pixabay) 


এটিতে ব্যবহৃত হয়েছে অসংখ্য আধুনিক যন্ত্রপাতি। Raytheon AN/APG-63 Active Electronically Scanned Array (AESA) রাডার, নর্থপ গ্রুম্যানের তৈরী AN/ALQ-131 ইলেকট্রনিক কাউন্টারমেসারস, Loral AN/ALR-56 রাডার ওয়ার্নিং রিসিভার (RWR), Magnavox AN/ALQ-128 ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ওয়ার্নিং সেট (EWWS) ইত্যাদি। 

 সাধারণ কিছু বৈশিষ্ট্য

ক্রু : ১ জন

দৈর্ঘ্য : 19.43 মিটার

উইংস্প্যান দৈর্ঘ্য : 13.06 মিটার

উচ্চতা : 5.64 মিটার

খালি অবস্থায় ভর : 12701 কেজি

সর্বোচ্চ উড্ডয়ন ভর : 30844 কেজি

ফুয়েল ধারণক্ষমতা : 6103 কেজি

শক্তির উৎস : ২টি Pratt & Whitney F100-PW-220 আফটারবার্ণিং টার্বোফ্যান

সর্বোচ্চ গতি : 2655 কিলো/ঘন্টা (২.৫ ম্যাক) 

কম্বেট রেঞ্জ : 1965 কিলোমিটার

ফেরি রেঞ্জ : 5600 কিলোমিটার 

সার্ভিস সিলিং : 20,000 মিটার


অস্রসজ্জা

  • ১টি ২০মি.মি. এর M61A1 Vulcan 6-barrel রোটারি ক্যানন

মিসাইল

  • ৪টি AIM-7 Sparrow
  • ৪টি AIM-9 Sidewinder
  • ৮টি AIM-120 AMRAAM

এফ-১৫ যুদ্ধবিমানের বিভিন্ন প্রকার ভার্শন রয়েছে। যেমন : F-15N Sea Eagle, F-15E Strike Eagle, F-15SE Silent Eagle, F-15 2040C, F-15 STOL, F-15DJ, F-15N,A,B,C,D,J ইত্যাদি। 

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জাপান, সৌদি আরব এর অপারেটর এবং ভবিষ্যতে অনেক দেশ যুক্ত করার পরিকল্পনা করছে।


Post a Comment

0 Comments