Sukhoi Su-57 বা T-50 PAK Fa হলো রাশিয়ার তৈরী ডাবল ইঞ্জিনের পঞ্চম প্রজন্মের স্টিলথ এয়ার সুপেরিয়টি ফাইটার। এটি তৈরী করেছে Sukhoi Aviation। এটিই রাশিয়ার একমাত্র পঞ্চম প্রজন্মের ফাইটার। এটিতে পশ্চিমা প্রযুক্তির চেয়েও উন্নত প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। এটির ন্যাটো রিপোর্টিং নাম : Felon
সাধারণ বৈশিষ্ট্য -
ক্রু: ১ জন
দৈর্ঘ্য : ১৯.৮মিটার
প্রস্ত : ১৩.৯৫ মিটার
উচ্চতা : ৪.৭৪ মিটার
সর্বোচ্চ টেকঅফ ওজন : ৩৫০০০কেজি
গতি : ২.৩ ম্যাক
ইঞ্জিন : ২টি Saturn Izdeliy 117 তবে পঞ্চম প্রজন্মের ফাইটারগুলোতে AL-41F1 3D Nozzle ইঞ্জিন ব্যাবহার করা হবে
এটি সর্বোচ্চ ৬৫০০০ ফুট উপর উচ্চতা দিয়ে উড়তে সক্ষম।
এটিতে ব্যাবহার করা হয়েছে চারটি এক্স ব্রান্ডের রাডার যার মধ্যে মেইন রাডার হিসেবে রয়েছে 1552 T/R Module Active Electronicly Scanned Array (AESA) Radar যেটির রেঞ্জ প্রায় ৪০০ কিলোমিটার এবং এটি একসাথে ৬২টি টার্গেট ডিটেক্ট করতে পারে ও ১৬টি টার্গেট ধ্বংস করতে পারে।
এটিতে আরো একটি Radio Optical Faced Array Radar (ROFAR) ব্যাবহার করা হয়েছে।
ইলেকট্রনিকস ওয়ারফেয়ার হিসেবে এতে রয়েছে হিমালয়াস ইলেকট্রনিক্স সিস্টেম এবং এটিতে দুটি 101 KS 0 সিস্টেমও রয়েছে।
এটির ককপিট LCD ডিসপ্লে সমৃদ্ধ।
ম্যানুবারিটির দিক দিয়ে এটি মার্কিন Fa-22 Raptor থেকে অনেক এগিয়ে। এটির Radar cross Section (RCS) ০.১ স্কয়ার মিটার।
![]() |
ছবি : Sukhoi T-50 Fighter (Collected from Wikipedia) |
অস্র সজ্জা -
- ১টি 30m.m 9A1-4071K (Gsh-301) অটো ক্যানন
- ২টি K-74 এয়ার - টু - এয়ার মিসাইল
- ৪টি K-77M মিডিয়াম রেঞ্জ Beyond Visual Range (BVR) মিসাইল যেগুলোর রেঞ্জ ২০০ কিলোমিটার
- আর-৩৭ বিভিআর মিসাইল বহন করতে পারে যেটির রেঞ্জ ৪০০ কিলোমিটার।
- K-74M2 Lightweight মিসাইল
- KAB-500 Bomb
- PBK-500U Drel ক্লাস্টার বোমা
- AWACS killer Long Range Missile
- Kh-59MK2 ক্রুজ মিসাইল
- Kh-38 মিসাইল
- Kh-35U এন্টি-শিপ মিসাইল
- Kh-58UShKE এন্টি-রেডিয়েশন মিসাইল

0 Comments