Kamov Ka-52 "Alligator"
কামোভ কা-৫২ হলো রাশিয়ার তৈরী একটি অত্যধুনিক মাল্টিরোল এ্যাটাক হেলিকপ্টার। এটি Kamov Ka-50 "Black shirk" এর আপগ্রেড ভার্সন। এটি তৈরী করে পৃথিবীর অন্যতম সেরা হেলিকপ্টার নির্মাতা কোম্পানি "রাশিয়ান কামোভ"। এটি দিয়ে দিনে এবং রাতে যেকোনো আবহাওয়াতে অপারেশন পরিচালনা করা যায়। এটি পৃথিবীর অন্যতম সেরা একটি এ্যাটাক হেলিকপ্টার।
সাধারণ কিছু বৈশিষ্ট্য -
দৈর্ঘ্য : ১৬ মিটার
উচ্চতা : ৪.৯৫ মিটার
খালি অবস্থায় ওজন : ৭৭০০ কেজি
মেক্স টেক অফ ওজন : ১২০০০ কেজি
ক্রু : ২জন (একজন গানার এবং একজন পাইলট)
রেঞ্জ : ৫৪৫ কিলোমিটার
সর্বোচ্চ অপারেশনাল রেঞ্জ : ১১০০ কিলোমিটার
গতি : ৩১০ কিলোমিটার / ঘন্টা
ইঞ্জিন : দুটি শক্তিশালি VK-2500 Turboshaft ইঞ্জিন
মূল্য : ১৬ মিলিয়ন মার্কিন ডলার
![]() |
ছবি : Ka-52 Alligator Helicopter ( Adapted from Wikipedia) |
অস্র সজ্জা -
এটির চারটি হার্ড পয়েন্ট রয়েছে এবং এতে মোট ১০০০ কেজি বিভিন্ন গাইডেড এবং আনগাইডেড বোমা বহন করতে পারে।
এছাড়াও এতে যেসব ওয়েপন রয়েছে -
- ১টি মোবাইল সেমি Shipnuv 2A42 ৩০মি.মি ক্যানন
- ৮০টি 80 m.m S-8 রকেট
- ২০টি 120 m.m S-13 রকেট
- ১২টি 9K121 Vikhr Anti-tank Missile
- ৪টি LMUR Air-to-Ground Missile (ATGM)
- ২৩ mm UPK-23-250 গান পড

0 Comments