বানৌজা বঙ্গবন্ধু হলো বাংলাদেশ নৌবাহিনীর সার্ভিসে থাকা সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজ। এটি মুলত দক্ষিণ কোরিয়ার উলসান ক্লাস ফ্রিগেট। এটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে অনেক ইতিহাস রচনা করে।
১৯৯৮ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার দক্ষিণ কোরিয়ার দায়োও শিপবিল্ডিং এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এর কাছে এটি অর্ডার করে।
পরবর্তীতে ২৯ আগস্ট ২০০০ সালে জাহাজটি লাঞ্চ করা হয় এবং ২০০১ সালের ২০ জুন জাহাজটি বিএনএস খালিদ বিন ওলীদ নামে বাংলাদেশ নৌবাহিনীতে বহরে যুক্ত হয়। ২০০২ সালের ১৩ ই ফেব্রুয়ারি সশস্র বাহিনীর ব্যায় কমানোর লক্ষ্যে তৎকালীন বিএনপি সরকার একে অবসরে পাঠিয়ে দেয়।
২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত এই ৫ বছর জাহাজটিকে ফেলে রাখা হয়। এই ৫ বছরে জাহাজটির ব্যাপক ক্ষতি হয়। ২০০৭ সালের ১৩ ই জুলাই জাহাজটিকে ওভারহোলিং করে বিএনএস বঙ্গবন্ধু নাম দিয়ে পুনরায় নৌবাহিনীতে যুক্ত করা হয়।
বর্তমানে জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ হিসেবে দায়িত্ব পালন করছে।
সাধারণ বৈশিষ্ট্য -
ওজন: ২৪০০ থেকে ২৫০০ টন
দৈর্ঘ্য : ১০৩ মিটার বা ৩৪০ ফুট
পাওয়ার প্লান্ট : ২২৫০১ হর্স পাওয়ারের ইঞ্জিনের শক্তিতে ঘন্টায় ২৫ নটিক্যাল মাইল বা ৪৬ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম।
একবার রসদ নিয়ে এই জাহাজ একাধারে ৪০০০ নটিক্যাল মাইল বা ৭৪০০ কিলোমিটার পাড়ি দিতে পারে।
![]() |
ছবি : BNS Bangabandhu (Adapted from Wikipedia) |
অস্র সজ্জা -
- ৮ টি অটোম্যাট এমকে-২ ব্লক ৪ এন্টিশিপ মিসাইল যেগুলোর রেঞ্জ ১৮০ কিলোমিটার এবং এটি ইউরোপের অন্যতম শক্তিশালী ASum
- ৮ FM-90N সার্ফেস - টু - এয়ার মিসাইল (স্যাম)
- ১টি অটোব্রেডা ৭৬ মি.মি. সুপার র্যাপিড ক্লোজ ইন ওয়েপন সিস্টেম (সিআইডব্লিইএস)
- ১ টি ৪০মি.মি. টুইন কম্প্যাকট সিআইডব্লিউএস
- ৬টি ৩২৪মি.মি. বি৫১ টিউব হোয়াইটেড A244S টর্পেডো
.jpg)
0 Comments