Advertisement

আয়রন ডোম (Irone Dome)

আয়রন-ডোম হলো ঈসরায়েলের তৈরী একটি শর্ট রেঞ্জ মিসাইল ইন্টারসেপ্ট সিস্টেম। এটিই পৃথিবীর একমাত্র মিসাইল বেস ইন্টারসেপ্ট সিস্টেম যা কিনা আর্টিলারি শেল ধ্বংস করতে পারে। এটি ১৭ মার্চ ২০১১ সাল থেকে সার্ভিস শুরু করে। এটি ৭ই এপ্রিল ২০১১ সালে গাজা থেকে হামাসের ছোড়া একটি রকেট ধ্বংস করে। সাধারণ কিছু বৈশিষ্ট্য -

ধরণ : C - RAM (Counter Rocket,Artillery and Mortar)

ডিজাইনার : রাফাল এডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ঈসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি

মিসাইলের ওজন : ৯০ কিলোগ্রাম 

দৈর্ঘ্য : ৩ মিটার

ব্যাস : ১৬০ মিলিমিটার 

এর প্রতি ব্যাটারির মূল্য প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার।এর ৩/৪টি লাঞ্চারে ২০টির মতো ইন্টারসেপ্টর মিসাইল থাকে।


ছবি : Irone Dome Air Defence System ( Collected from Wikipedia

যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে একমাত্র এটিই কোনো বাইরের দেশ থেকে ক্রয় করে।

এই এয়ার ডিফেন্স সিস্টেমটির একটি দোষ হলো এটি টার্গেটকে পুরোপুরি ধ্বংস করতে পারে না এজন্য হামাসের অনেক রকেট অর্ধ - ধ্বংস অবস্থায় ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানে।

Post a Comment

0 Comments