পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বিমান হলো নর্থ আমেরিকা এক্স-১৫।
এটির গতি ছিল ৬.৭২ ম্যাক ( ৪৫২০ মাইল/ ঘন্টা, ৭২৭৪ কিলোমিটার / ঘন্টা) অর্থাৎ এটি শব্দের চাইতে ৬.৭২গুন দ্রুত গতিতে ছুটতে পারতো।
এটি তৈরী করেছিল মার্কিন এয়ার ফোর্স এবং National Aeronautics and Space Administration (NASA) যৌথভাবে।
![]() |
ছবি : X-15 Aircraft ( Collected from Wikipedia) |
১৯৬০ সালে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বিমান হিসেবে এটি রেকর্ড ভাঙে। ১৯৬৩ সালে এটি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির একেবারে শেষ প্রান্তে (১০০ কিলোমিটারেরও বেশি) পৌঁছে এক নতুন ইতিহাস রচনা করে। এটি রকেট-চালিত ইঞ্জিন দ্বারা চলতো। ১৯৭০ সালে এটিকে অবসরে পাঠানো হয় কিন্তু এটির মাধ্যমে নাসা অনেক দক্ষ আর অভিজ্ঞ পাইলট খুঁজে পেয়েছিল যাদের মধ্যে অন্যতম ছিলেন Neil Armstrong যিনি ২০ জুলাই ১৯৬৯ সালে সর্বপ্রথম চাঁদের বুকে পা রেখেছিলেন।
বিঃদ্রঃ জেট ইঞ্জিন দ্বারা চালিত পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বিমান ছিলো " Lockheed SR-71 Blackbird "

0 Comments