Advertisement

এসআর-৭১ ব্ল্যাক বার্ড (SR-71 Blackbird)

 লকহেড এসআর-৭১ কালোপাখি (SR-71 Blackbird)

কৈ মাছের প্রাণ ” হিসেবে খ্যাত Lockheed SR-71 Blackbird হলো পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি সফল গোয়েন্দা বিমান। এটিকে টার্গেট করে প্রায় ৪০০ মিসাইল ছুড়া হয়েছিল কিন্তু এর ৩ ম্যাক গতির কাছে সবই পরাজিত হয়েছে। Strategic Reconnaissance এর সংক্ষিপ্ত রূপ SR. এটিকে তৈরি করা হয়েছিলো লকহিড A-12YF-12 এর সমন্বিত আপডেটেড ভার্শন হিসেবে। এখন পর্যন্ত জেট ইঞ্জিন দ্বারা চালিত বিমানগুলো মধ্যে সবচেয়ে দ্রুত গতির বিমানের রেকর্ড এই বিমানটিই ধরে রেখেছে। 


ছবি : Lockheed SR-71 Blackbird (Adapted from Pixabay)


নিচে এর প্রাথমিক বর্ণনা দেয়া হলো - 

ব্যাবহারকারীঃ নাসা, ইউএস এয়ার ফোর্স

দেশঃ ইউনাইটেড স্টেটস অব অ্যামেরিকা

উৎপাদকঃ লকহিড মার্টিন

পরিমানঃ ৩২ টি

ডিজাইনারঃ কেলি জনসন

প্রথম উড্ডয়নঃ ২২ডিসেম্বর, ১৯৬৪

অবসরঃ ১৯৯৮ ( ইউএস এয়ার ফোর্স), ১৯৯৯ ( নাসা)

মূল্যঃ ৩২মিলিয়ন ডলার তবে যুক্তরাষ্ট্র কারো কাছে এটি বিক্রি করেনি

সর্বোচ্চ গতিঃ ম্যাক ৩.৩ – ৩.৫ 

ক্রুঃ ২জন

ধারনক্ষমতাঃ ১৬০০কেজি ( শুধু সেন্সর বহন করে )

খালিবস্থায় ওজনঃ ৩০৬০০ কেজি।

সর্বোচ্চ টেক অফ ওজনঃ ৭৮০০০ কেজি।

দৈর্ঘ্য : ৩২.৭৪ মিটার

প্রস্ত : ১৬.৯৪ মিটার

উচ্চতা : ৫.৬৪ মিটার

ইঞ্জিনঃ ২টি pratt & whitney j58-1

সার্ভিস সিলিংঃ ২৫.৯ কিমি

রেট অফ ক্লাইম্বঃ ৩.৬ কিমি প্রতি মিনিট

বিঃদ্রঃ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বিমান " North America X-15 "

তথ্যসূত্র দেখুন 

Post a Comment

0 Comments