Lockheed Martin Fa-22 Raptor
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে এডভান্স এবং আধুনিক স্টিলথ এয়ার সুপেরিয়েটি ফাইটার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই এফএ-২২।
এই আধুনিক গতির দানব তৈরীর পিছনে একটা ইতিহাস আছে। মার্কিন এয়ার ফোর্স তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সুখোই-২৭ এর কুবরা ম্যানুবারিটি নিয়ে বেশ চিন্তিত ছিল, কেননা ডগফাইটে সু-২৭ এর সামনে এফ-১৫ ঈগল গুলো হারার সম্ভাবনা অনেক বেশি ছিল। তাই মার্কিন এয়ার ফোর্স ১৯৮১ সালে Advanced Tactical Fighter (ATF) নামে একটি মেগা প্রজেক্ট হাতে নেয়।
এর পরে ১৯৮৬ সালের জুলাইতে আমেরিকান এয়ার ফোর্স এই ফাইটার তৈরীর জন্য request for proposal (RFP) ইস্যু করে । প্রাথমিক ভাবে Northop/ Boeing / Lockheed Martin/ General Dynamics/ McDonnell Douglas প্রভৃতি নামি-দামি কোম্পানিগুলো এই ফাইটার তৈরীর ৫০ মাসের গবেষনার জন্য নির্বাচিত হয়। সবশেষে ১৯৯১ সালে লকহিড মার্টিনের তৈরী YF-22 ডিজাইনটি সিলেক্ট করা হয়।
আমেরিকা এর প্রোডাকশন শুরু করে ১৯৯৭ সালে এবং সর্বপ্রথম ৭ সেপ্টেম্বর ১৯৯৭ সালে এটিকে উড্ডয়ন করা হয় । F-22 আমেরিকান এয়ার ফোর্সে সার্ভিস শুরু করে ১৫ ডিসেম্বর ২০০৫ ।
![]() |
ছবি : Lockheed Martin F/A-22 Raptor (Collected from Pixabay) |
সাধারণ বৈশিষ্ট্য -
ক্রু : ১ জন
দৈর্ঘ্য : ৬২ ফিট
উইং স্প্যান দৈর্ঘ্য : ৪৪.৬ ফিট
ইঞ্জিনঃ দুইটি Pratt & Whitney F119-PW-100 Pitch Thrust vectoring turbofans
সর্বোচ্চ টেকঅফ ওজন : ৩৮০০০ কেজি
ওয়েল ক্যাপাসিটি : ইন্টারনালী ৮২০০ লিটার
এক্সটারনালী ১১,৯০০ লিটার ( ২টা ফুয়েল ট্যাংক সহ)
সর্বচ্চো গতি -
সুপারক্রুজিং : ম্যাক ১.৮ (১৯০০ কি.মি./ঘন্টা )
আফটার বার্নিং : ম্যাক ২.২০ (২৪৫০ কি.মি./ঘন্টা )
কমব্যাট রেন্জ : ৪৭১ মাইল বা ৭৫৯ কি.মি।
এটির কমব্যাট সাক্সেস রেট ৬৫% এবং সর্বোচ্চ ৬৫০০০ ফুট উপর দিয়ে উড়তে সক্ষম।
অস্র হিসেবে এতে রয়েছে-
একটি ৪৮০ রাউন্ড গুলি সহ 20mm M61A2 Vulcan 6-barreled Gatling cannon
৬টি AIM-120 AMRAAM মধ্যম পাল্লার এয়ার টু এয়ার মিসাইল
২টা AIM-9 Sidewinder স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল।
এটিতে ব্যাবহার করা হয়েছে RPG-77 রাডার যার রেঞ্জ ৪০০ কিলোমিটার।
বর্তমানে পৃথিবীর সবচেয়ে দামী ফাইটার এটিই।

0 Comments