ইউরোফাইটার টাইফুন হলো যুক্তরাজ্য, স্পেন, জার্মানী, ইতালির যৌথভাবে তৈরী একটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেভিওয়েট মাল্টিরোল ফাইটার। চতুর্থ প্রজন্মের ফাইটারগুলোর মধ্যে এখন পর্যন্ত এটিই সেরা।
শুরুর দিকে এই ফাইটার প্রকল্পে ফ্রান্স যুক্ত ছিলো পরে ডিজাইন নিয়ে মতবিরোধের ফলে ফ্রান্স এই প্রকল্প থেকে বেরিয়ে যায় এবং একাই Dassault Rafal নামক ফাইটার তৈরী করে।
এটিকে সর্বপ্রথম ২৭ মার্চ ১৯৯৪ সালে উড্ডয়ন করা হয় এবং ৪ আগস্ট ২০০৩ সালে এটি সার্ভিসে আসে।
![]() |
ছবি : ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান (Collected from Pixabay) |
সাধারণ বৈশিষ্ট্য -
ক্রুঃ ১ জন।
দৈর্ঘ্য : ১৬ মিটার।
প্রস্থঃ : ১২ মিটার।
উচ্চতা : ৫.৩০ মিটার।
সর্বোচ্চ গতি : ২ ম্যাক
খালি অবস্থায় ওজন : ১১০০০ কেজি।
লোড অবস্থায় ওজন : ২০০০০ কেজি।
ফুয়েল ক্যাপাসিটি : ৫ হাজার কেজি
রেঞ্জ : ২৯০০ কিলোমিটার
ফেরি রেঞ্জ : ৩৭৯০ কিলোমিটার
ইঞ্জিন : দুইটি Eurojet EJ2000 Afterburning Turbofan Engine
এটির মোট ১৩টি হার্ড পয়েন্ট রয়েছে এবং সেখানে মোট ৯০০০ কেজি অস্র বহন করতে পারে।
এটি মোট ৮ ধরনের Air - to - Ground ( AGM, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) এবং মোট ৫ ধরনের Air -to - Air ( AAM, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) মিসাইল বহন করতে পারে। এছাড়াও এটি বিভিন্ন ধরনের এন্টি শিপ মিসাইল, গাইডেড বোমা, লেসার গাইডেড বোমা, আনগাইডেড বোমা বহন করতে পারে।
অস্রসজ্জা -
- Agm-88 Harm ( Range: 150 কিলোমিটার)
- Agm-65 Maverick ( Range : 22 কিলোমিটার)
- Aim-132 AAM (Range: 50 কিলোমিটার)
- Aim-120 AAM ( Range: 180 কিলোমিটার)
- Aim-9 Sidewinder ( Range: 36 কিলোমিটার)
- Storm Shadow ( Range : 500 কিলোমিটার)
- MBDA Marte ER ( সী স্ক্যামিং, এটি একটি সাবসনিক এন্টি-শিপ মিসাইল যা একইসাথে ভূমিতেও আঘাত হানতে পারে, ইউরোফাইটার টাইফুন মোট ৬টি এই ধরনের মিসাইল বহন করতে পারে। এটির পাল্লা 100 কিলোমিটার)
এছাড়াও এটিতে একটি ১৫০ রাউন্ড গুলিসহ ২৭ মি.মি সিংগেল ব্যারেল গান রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এটা কেনার খবর শুনা গিয়েছিল তবে সেটা কতদূর এগিয়েছে তা এখনো জানা যায়নি। যদি ভবিষ্যতে কখনো কেনা হয়, তবে এটিই হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ফাইটার এবং বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী হাতিয়ার।

0 Comments