Advertisement

পৃথিবীর সেরা দশটি এন্টি-সাবমেরিন ওয়্যারফেয়ার হেলিকপ্টার (Top 10 Anti-submarine Helicopter)

 এন্টি-সাবমেরিন হেলিকপ্টার একপ্রকারের হেলিকপ্টার যাদেরকে সাবমেরিন অনুসন্ধান এবং ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। এইসব হেলিকপ্টার ডুবোজাহাজ বিধ্বংসী টর্পেডো, বিভিন্ন প্রকারের এন্টি-শিপ মিসাইল, রকেট প্রভৃতি বহন করে থাকে। পৃথিবীর সেরা দশটি এন্টি-সাবমেরিন ওয়্যারফেয়ার হেলিকপ্টারের তালিকা নিচে দেয়া হলো -

MH-60 Romeo Sea hawk 

এটি আমেরিকার তৈরী। সমরবিশারদদের নিকট এর নাম " সি-হক রোমিও "। এটি পৃথিবীর সাবমেরিনগুলোর জন্য এক অন্যরকম আতংকের নাম। এটি ২৭০ কিলো/ঘন্টা বেগে চলতে পারে এবং এর রেঞ্জ ৮৩৪ কিলোমিটার। ভারত ২৪টি ক্রয় করবে।


ছবি : MH-60 Sea Hawk Helicopter (Collected from Pixabay)


NH-90 NFH

এটি ইউরোপীয় ইউনিয়নের তৈরী। এটির বেগ ঘন্টায় ৩০০ কিলোমিটার এবং রেঞ্জ ৮০০ কিলোমিটার। কাতার মোট ৩০টি অর্ডার করেছে।


ছবি : NH-90 Helicopter (Adapted from Pixabay)


Augusta Westland AW-101 

এটি যুক্তরাজ্য এবং ইতালির যৌথভাবে তৈরী। এটির রেঞ্জ ৮৩৩ কিলোমিটার এবং এটি ঘন্টায় ২৭৪ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। এটির বিশেষত্ব হলো এটি এন্টি-সাবমেরিনের পাশাপাশি Operation Special Force (OSF) হিসেবেও পৃথিবীর মধ্যে অন্যতম একটি। বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স " সোয়াডসের" অপারেশন ক্যাপাবলিটি বৃদ্ধির জন্য এটিকে কেনার সম্ভাবনা আছে।


Kamov Ka-27PL

এটি রাশিয়ার তৈরী। এটির রেঞ্জ ৯৪০ কিলোমিটার এবং বেগ ঘন্টায় ২৭০ কিলোমিটার। 


Augusta Westland AW-159 Wildcat

এটি যুক্তরাজ্যের তৈরী। এটির বেগ ঘন্টায় ৩১১ কিলোমিটার এবং রেঞ্জ ৭৭৭ কিলোমিটার। এটি পৃথিবীর অন্যতম দামী এবং আধুনিক সাবমেরিন কিলার।


Changhe Z-18F

এটি চীনের তৈরী। এটির রেঞ্জ ৯০০ কিলোমিটার এবং গতি ৩৩৬ কিলোমিটার /ঘন্টা। 


Harbin Z-9EC

এটিও চীনের তৈরী এটি ঘন্টায় ৩০৫ কিলোমিটার বেগে চলতে পারে এবং এটির রেঞ্জ ১০০০ কিলোমিটার।  মায়ানমার নৌবাহিনী এটি কেনার আগ্রহ প্রকাশ করেছে। 

Eurocopter AS565SA Panther

এটির রেঞ্জ ১০০০কিলোমিটার এবং গতি ঘন্টায় ৩০৬ কিলোমিটার। এটি ফ্রান্স তৈরী করে।


SH-3 Sea King

এটির মূল প্রস্তুতকারী দেশ আমেরিকা। এটি ঘন্টায় ২৬৭ কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এটির রেঞ্জ ১০০০কিলোমিটার।


SH-2G Super Seasprite

এটিও আমেরিকার তৈরী। এটির রেঞ্জ ১০০০কিলোমিটার এবং গতি ২৫৬ কিলো/ঘন্টা। 


বিঃদ্রঃ কারো এই বিষয়ে বিস্তারিত জানার আগ্রহ থাকলে ইন্টারনেটে এদের বিষয়ে সার্চ করলেই পাবেন, এখানে শুধুমাত্র তালিকা আর সামান্য তথ্য উল্লেখ করা হয়েছে। 

Post a Comment

0 Comments